পাই না খুঁজে
বাগান আছে ফুল ফোটে না
আষাঢ় এলো মেঘ ডাকে না
বর্ষায় আমি পাই না খুঁজে
অথৈই ভাঁসা বানের ডাক,
ঈশান কোণের মেঘ মালায়
দুরন্ত তার ছুটে চলায়
বক পাখিরা হারিয়ে যেত
ঐ আকাশের অচিন গায়।
ফাগুন দিনে আগুন ঝরা
দুপুর কোথা যায় হারিয়ে
নিবিড় মনে কৃষাণ মেয়ে
গাঁথতো মালা সেই দুপুরে
এখন আমি পাই না খুঁজে
বটের ছায়া ভর দুপুরে
দীঘির পাড়ে দাঁড়িয়ে দেখি
জল থাকে না কূল ছাঁপিয়ে।
আগের মতো পাখির ডাক
শুনতে পাই না দুকানেতে
কোথায় তারা হারিয়ে গেল
বাংলা মায়ের আঁচল থেকে!
শীতের দিনে পিঠার ঘ্রাণ
ছড়িয়ে যেত আকাশময়
খুব সকালে পিঠার লোভে
রাত কাটতো ভিষন ক্ষোভে।
আজও আমি পাই নি খুঁজে
হারিয়ে ফেলা বাংলার মুখ
যে মুখের পানে চোখ পড়তে
ফিরে পেতাম হাজার সুখ।
মোঃ রাশেদুল কবির আজাদ
কাব্যগ্রন্থঃ কবর থেকে বলছি