আঁচল
মো. রাশেদুল কবির আজাদ
আঁচল তোমার মায়ার ছায়া
কেন ডাকে সে মধ্যযুগে
গড় হাজিরার বেড়ি পড়ায়ে
ফিরে চলে অতীত রাগে।
আমি বোবা নই
আমি কালা নই
চিনেছি তোমারই আসল রূপ
আমার মুখে তালা দিতেই
তুমি পাও আজ বেজায় সুখ।
এ সুখ তোমার দুখের বাঁশি
শুনতে পাবে সাজ বেলাতে
ডাকবে তখন বিষের বাঁশি
মেতে ছিল কোন খেলাতে!
রচনাকাল ও সময়ঃ ২০/০৫/২০১৩ সময় রাত ১০-৪০ মিনিট
কাব্যগ্রন্থঃ আমারই সাড়ে তিন যুগ